অবতক খবর,২৭ সেপ্টেম্বর: ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর ও উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস কমিটির সভাপতি তাপস মজুমদারের নির্দেশে কাঁচরাপাড়ায় একটি পথসভার আয়োজন করা হয়। কয়েক দফা দাবি নিয়ে তারা এই পথসভা আয়োজন করেন। বর্তমান বিজেপি সরকারের মারণ কৃষি বিল প্রত্যাহারের দাবীতে, কেন্দ্রীয় সরকারের অর্থনীতির বেহাল দূর্দশা, কোটি কোটি বেকারত্ব, সমস্ত সরকারি দপ্তর গুলো বেসরকারির হাতে তুলে দেওয়ার প্রতিবাদে সারা দেশ জুড়ে যে প্রতিবাদের কর্মসূচি চলছে, সেই কর্মসূচি পালনে ভারতের জাতীয় কংগ্রেসের কাঁচরাপাড়া শহর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কাঁচরাপাড়া ডঃ আম্বেদকর বাজারে এই পথ সভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া টাউন কংগ্রেসের প্রাক্তন সভাপতি গৌতম হাজরি,কাঁচরাপাড়া শহর কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক দেবু বেড়া,জাতীয় কংগ্রেসের বর্ষীয়ান নেতা শিব শঙ্কর ঘোষ, বাপ্পা দত্ত,উত্তর ২৪ পরগণা জেলা(শহর) কংগ্রেস কমিটির সহ সভাপতি অরুণ চৌধুরী,উত্তর ২৪ পরগণা জেলার কংগ্রেস কমিটির সম্পাদক মৃণাল কুমার ঘোষ,উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস কমিটির সদস্য শঙ্কর ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া টাউন কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি শিবদাস চক্রবর্তী, কার্তিক দাস,বিনোদ শর্মা,শশাঙ্ক শর্মা, সুরোজীৎ দও,শ্যামল মন্ডল,খোকন দে,মানিক বাড়ৈ,প্রদীপ দে,অশোক সিং সহ অন্যান্য কংগ্ৰেস কর্মীবৃন্দ।