অবতক খবর,১ ফেব্রুয়ারিঃ কেন্দ্রীয় রেশম উৎপাদন অনুসন্ধান ও প্রশিক্ষণ সংস্থান, কেন্দ্রীয় রেশম উৎপাদনের পক্ষ থেকে প্রদর্শনী, প্রশিক্ষণ ও সমস্যা থাকলে তার প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আজকের এই অনুষ্ঠান। বহরমপুর রবীন্দ্র সদনে উক্ত অনুষ্ঠান সূচিত হয়।প্রায় ৫০০ জন রেশম চাষী এই অনুষ্ঠান উপস্থিত হয় মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম থেকে। ড্রোনের মাধ্যমে আগামী দিনে রাসায়নিক সার ছড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সুবিধা হয় কৃষিকাজে।

সুভর্না মেশিনের যা মোটর চালিত, ব্যবহার শুরু করেছে ৩ বছর থেকে যাতে কম সময়ে বেশী সুতো কোকোন থেকে বের করা যায়। একপ্রকার উন্নত পদ্ধতির মাধ্যমে আগামী দিনে রেশম চাষে সুবিধা করায় হচ্ছে মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজর্ষী মিত্র।