আবতক খবর, দেবাশিস মালিক, কুলপি: দক্ষিণ 24 পরগনা :–    কুলপি বিধানসভা কেন্দ্রের কেওড়াতলা গ্রাম পঞ্চায়েত নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়া থেকে প্রচার চালাচ্ছেন , তারা আমার দলের কেউ নয়, নেই দলের সম্পদ, তারা দলের ক্ষেত্রে ক্ষতিকারক , বুধবার সন্ধায় এমনটাই দাবি করলেন , কুলপি ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ রোহিতাশ্ব প্রামানিক l সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি , দলের টিকিটে জনপ্রতিনিধি হয়ে, দলের সম্মানকে ভূলুণ্ঠিত করছেl আবার কেউ কেউ এই দলের সম্মানে ভূষিত করার নেপথ্য ভূমিকা পালন করছে , তারা আমার দলের কেউ নয় , দলের ক্ষেত্রে বিপদজনক l

আমরা দীর্ঘদিন ধরে এই ঘটনা লক্ষ্য করছি l সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়ার হাতে বিভিন্নভাবে পঞ্চায়েতের দুর্নীতির অস্ত্র তাদের হাতে তুলে দিচ্ছেন l পর্দার আড়াল থেকে যুদ্ধ করছেন l তারা পুরোপুরি বিজেপির হাত শক্ত করার জন্য , পঞ্চায়েত ব্যবস্থা কে ভেঙে দিতে চাইছেন l তারা জেনে রাখুন কোনভাবে আগামী বিধানসভা নির্বাচনে কোনোভাবেই হারাতে আমাদের দলীয় প্রার্থীকে পারবেন না l সূত্রের খবর, আমাদের দলের টিকিটে নির্বাচিত দলের এক জনপ্রতিনিধি , একশ্রেণীর সংবাদমাধ্যমকে বিভিন্নভাবে পঞ্চায়েতের আম্ফান দুর্নীতির তথ্য তুলে দিচ্ছেন l এটা দলের পক্ষে ক্ষতিকারক l দলের টিকেট নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে, মানুষের পাশে যাওয়া যায় না l মাঠে ময়দানে লড়াই করে জিতে আসলে তবেই জনপ্রতিনিধি হওয়া যায় l ওই জনপ্রতিনিধির পিছনে, বিভিন্ন গ্রাম সংসদের থাকা বিক্ষুব্ধ সুযোগ-সুবিধাহীন নেতা নেত্রীরা এই তথ্য তুলে দিচ্ছেন lওরা দলের পক্ষে বিষাক্ত l