রাজনৈতিক ভাবে বাম ডান আপনি যে পক্ষই অবলম্বন করুন, আপত্তি নেই।কিন্তু কৃষ্ণপক্ষ সমাগত।ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি তাই বলছে। এবার শুনুন।

কৃষ্ণপক্ষ
তমাল সাহা

কপালে এঁকেছো জয়টিকা,
দুহাতে মেখেছো রক্ত।
বলো কি চাও তুমি
সিংহাসন–সিংহ চিহ্ণিত আসন?
সে তো হিংসারই প্রতিমুখ!

উত্তর-পূর্ব গোলার্ধের এই দেশ
তিনদিক থেকে ধাবমান সমুদ্রের তরঙ্গরেখা স্পর্শ করছে এই নাতিশীতোষ্ণ মন্ডলের জনভূমি— বিস্তীর্ণ চরাচর জুড়ে মানুষ আর মানুষ।

তোমার হাতের রক্তে
অশুদ্ধ করো না এই
উপমহাদেশের জলস্থল।

রাজধর্মের পোশাক পরেছো
ভ্রাতৃহত্যায় তুমি কি পেতে চাও,
রাজদন্ড? সর্বগ্রাসী ক্ষমতা?

সন্ধ্যা নেমে আসছে
তুলসি তলায় ওই বিনম্র ঊর্ধগামী
প্রদীপ শিখার দিকে তাকাও।

আহত বাতাসে ভেসে আসছে
আজানের সুর।
মৃদঙ্গ করতাল সুরধ্বনিতে
হেঁটে যাচ্ছে সংকীর্তনের দল।
তুমি রক্তপাত্র হাতে নিয়ে
কোন উপাসনা গৃহে চলেছো?

শুনতে পাচ্ছো রাত্রির বেলাভূমিতে
আছড়ে পড়ছে দুর্দান্ত ঢেউ।

তফাৎ যাও পাপীষ্ঠ,
হে ধর্মঘাতক!