অবতক খবর,২৪ ডিসেম্বর: বলপূর্বক কৃষি জমি দখল করে পাইপ লাইন বিচানোর অভিযোগ উঠোলো গেইল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের একটি গ্যাস কোম্পানির বিরুদ্ধে l আর এই ঘটনার ফলে এলাকায় উত্তেজনা ছড়ায়, মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট অঞ্চলের 183 শৌলমারি এলাকায় l রানীরহাট ২৪ শে ডিসেম্বর: কৃষককের জমি জোর করে জাবর দখল কে কেন্দ্রকরে উত্তেজনা ছাড়ায় মেকলিগঞ্জ ব্লকের রানীরহাট অঞ্চলের 183 শৌলমারি এলাকায় অভিযোগ,তিন ফসলী জমি, চা বাগান, গাছ বাগান ও আলু সহ আরো নানান ধরণের আনাচ চাষ করে জীবিকা নির্বাহ করছি ।

শেষ সন্বল বলতে চাষের জমি টুকু ।পরিবারের পেট ভরে জমির ফসল বা চা পাতা বিক্রি করে এই অবস্থায় গেইল কোম্পানি গ্যাসের পাইপ লাইনের জন্য জমি অধিগ্রহণ করছে ।আজ সকালে পাইপ লাইনের কাজ করতে গিয়ে এলাকার কৃশক এবং গেইল কোম্পানি লোকজন বিতর্কে জড়িয়ে পড়ে ।

কৃশক্ দের অভিযোগ তারা জমি পাইপ লাইন বিচানোর জন্যই কেউকে অনুমতি দেননি তৎসত্ত্বেও কি করে জোর তাঁদের জমি দখলকরে কাজ চালাচ্ছেন কোম্পানির কর্মচারীরা প্রশ্ন তোলেন এলাকার কৃষক -রা ।তারা আরো জানান জমির নাজ্য পাওনা পেলে তবেই তারা জমিতে কাজ করার অনুমতি দেবে ।না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এ বিষয়ে গেইল কোম্পানির একজনের সঙ্গে কথা হলে তার কোথায় অনেক অসঙ্গতি দেখা যায় তিনি বলেন মহকুমা প্রশাসক তাদের কে কাজ করার অনুমতি দিয়েছে ।কৃশকের জমির নায্য মূল্য পাওয়ার ব্যাপারে প্রশ্ন করলে কোনো সদুত্তর পাওয়া যায়নি