অবতক খবর,সংবাদদাতা,উত্তর দিনাজপুর,১৭ই মে:: উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো কৃষকরত্ন প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সংখ্যালঘু ও মাদ্রাসা দপ্তরের গোলাম রব্বানী, গোয়ালপোখর ১নম্বর ব্লকের বিডিও অতনু ঘোষ, উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মদক্ষ গোলাম রসুল, যুবনেতা নাফে হাবিব সহ একাধিক নেতৃত্ব ও কৃষকরা উপস্থিত ছিলেন। আজ এই মঞ্চ থেকে কৃষকদের সম্মান জ্ঞাপন করা হয়।

রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী বলেন, এই কৃষকরত্ন অনুষ্ঠানটি আরও আগে করার কথা ছিল যেহেতু করোনার প্রকোপ চলছিল তাছাড়া বিভিন্ন পরীক্ষা ছিল, সেইজন্য এই দিন ধার্য করা হয়েছে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কৃষকরত্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিটি ব্লক থেকে একজন করে কৃষককে এই বিশেষ সম্মান প্রদান করা হবে। প্রশিক্ষণের পরে কৃষকরা আরো নিজেকে সমৃদ্ধ করবে এবং কৃষি ক্ষেত্রে প্রয়োগ করলে কৃষি কাজ আরো ভালো হবে। তিনি আরো বলেন,উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর একটি কৃষি প্রধান এলাকা, এখানকার কৃষকদের প্রশিক্ষণ দিলে আরো উন্নতি হবে।