অবতক খবর,৩ জানুয়ারি,মেখলিগঞ্জ: কৃষকদের তিন ফসলি জমি দখল করে, গ্যাসের পাইপ বিছানোর অভিযোগ উঠলো গেইল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে l জানাজায়, বিহারের বাড়ুনি থেকে আসামের গুহাটি পর্যন্ত গ্যাসের পাইপ লাইনের সংযোগ করার জন্যই এই পাইপ লাইন বসানো হচ্ছে l

কিন্তু কৃষকদের কোনোরূপ অনুমতি ও উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়াই বলপূর্বক জমি দখল করে গ্যাসের পাইপ বসাচ্ছেন কোম্পানির কর্তারা l এর প্রতিবাদ করলে কৃষকদের নামে মিথ্যে মামলা করাহয় এবং নানান রকমের হুমকি পর্যন্ত দেওয়া হয় l আজ সকালে, একরকম জোর করে জমি দখল করে পাইপ লাইনের কাজ করাচ্ছেন কোম্পানির কর্তারা l

যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে l এই বিষয়ে রানীরহাট অঞ্চলের প্রধান ফুলেশ্বর রায় অত্যন্ত দায়সারার মতো মন্তব্য করে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে l এই বিষয়ে মেখলিগঞ্জের SDO রাম কুমার তামাং জানান, তিনি কৃষকদের সমস্যা নিয়ে একাধিকবার আলোচনায় বসেন, কিন্তু, কৃষকরা সেখানে তাঁদের কত ক্ষতিপূরণ হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানান নি l