অবতক খবর, হুগলি: শুক্রবার হুগলি চুঁচুড়া ঘড়ির মোড়ে  সিএএ এবং এনআরসির পক্ষে ভারতীয় জনতা পার্টির ডাকে জনসভায় দাঁড়িয়ে বিজেপি নেতা সায়ন্তন বসু  কূকথার পঞ্চবাণ ছুঁড়ে দিলেন। সায়ন্তন বসু  মঞ্চে দাঁড়িয়ে বলেছে, ‘ভারতকে যারা টুকরো করার কথা বলবে আমরা তাদের জিভ টুকরো করে দেব। আমরা তার হাতকে টুকরো করে দেব।’ কিছুদিন আগেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ গুলি করে মারার নিদান দিয়েছেন।

রাজ্যে কখনো দিলীপ ঘোষ আবার কখনো সায়ন্তন বসু গেরুয়া শিবির থেকে ক্রমাগতভাবে কুকথার পঞ্চবাণ ছুঁড়ে দিয়ে রাজনীতির উনুনে রুটি সেঁকতে চাইছে। পশ্চিমবঙ্গের ইতিহাস ঘাটলে দেখা যাবে বঙ্গভঙ্গের সময় থেকে শুরু করে বাবরি মসজিদ ধ্বংসের সময়েও সহিষুতা, পারস্পরিক সৌহার্দ্য বোধ, শান্তির বাণী উচ্চারিত হয়েছে বাংলার মাটিতে, বাংলার বাতাসে।

তাহলে একোন  পশ্চিমবঙ্গ যেখানে শুধুই কূকথার পঞ্চবাণ !