অবতক খবর,২১ অক্টোবরঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ইনকোয়ারী করতে গেলে টাকা নেয় ঐ ফ্যাসিলেটার বলে অভিযোগ ,ক্যামেরার সামনে এক ব্যাক্তিকে টাকা ফেরত দিতে দেখা গেল ।

কিছুদিন আগে কুলি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ ছিল। জীবিত মানুষের ডেথ সার্টিফিকেট দেওয়ার। বৃহস্পতিবার দিন কুলি পঞ্চায়েতে হই হট্টগোল হয় এই নিয়ে ,সাধারণ মানুষরা অভিযোগ করেন ট্যাক্সের টাকা নেওয়া হচ্ছে কিন্তু রশিদে কোন সিল ছাপ থাকছে না সই থাকছে না বলে অভিযোগ করেন সাধারণ মানুষ। তার পর কেন্দ্র সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সেই ঘরের ইনকোয়ারি করতে গেলে টাকা দিতে হয় বলে অভিযোগ । টাকা না দিলে ইনকোয়ারী করবে না কুলিগ্রাম পঞ্চায়েতের ফ্যাসিলেটর বলে অভিযোগ। একটি ঘরের ইনকোয়ারী বিষয়ে নগদ টাকা নেয় এবং সংবাদমাধ্যম প্রশ্ন করলে ক্যামেরার সামনে ওই ব্যক্তিকে টাকা ফেরত দেয় কুলি গ্রাম পঞ্চায়েতের ঐ ফ্যাসিলেটার। কে কি বলল দেখুন আমাদের পর্দায় । এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান রশোবা বিবি কে জিজ্ঞেস করলে সংবাদমাধ্যমকে বলে যে টাকা নিয়েছে সে জবাব দিবে।