অবতক খবর, দেবাশিস মালিক, কুলপি:-           মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তর থেকে ১০০ জন বেনিফিসারীদের হাতে মুরগির বাচ্চা ও তাদের খাবার তুলে দিল কুলপি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সেন l উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের আধিকারিক সহ কুল্পি ব্লক তৃণমূল যুব শক্তির মোহাম্মদ রিজাউল l

এ খবর জানান কুলপি পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তর এর কর্মাধ্যক্ষ বনানী চক্রবর্তী l ওই দপ্তরের কর্মাধ্যক্ষ বলেন, সমগ্র বিষয়টি দেখভাল করছেন , কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কুলপি বিধায়ক যোগ রঞ্জন হালদার l মানুষের কাছে এই সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের সরকারের প্রধান উদ্দেশ্য l আমরা চাই হাঁস-মুরগি পালনের মাধ্যমে গ্রামের মহিলারা স্বনির্ভর হয়ে উঠুক l আত্মনির্ভর হোক l