অবতক খবর,১০ এপ্রিল: ভগবান রামের জণ্মদিনটি রাম নবমী উৎসব রূপে পালন করা হয়। এটি হিন্দু উৎসব। রাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার।এই উৎসবটি চৈত্র মাসে নবম দিনে পালিত হয়। এটি সাধারণত মার্চ বা এপ্রিল মাসের মধ্যে ঘটে থাকে। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যার পুত্র রূপে জন্মগ্রহণ করেন।

হিন্দু সম্প্রদায়ের কাছে আজকের দিনটি ধার্মিক দিন হিসাবে অন্তত গুরত্বপূর্ন দিন । সেই মতে আজ রবিবারে সকাল থেকে মন্দিরে মন্দিরে চলছে ভক্তের পুজো অর্চনা , সেই দৃশ্য দেখা মিলন পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা জুড়ে , যেখানে নিয়ামতপুর সীতারামপুর , কুলটি , বরাকর , ডিসেরগড় জুড়ে পালিত হলো রাম নবমীর ।