অবতক খবর,১৩ অক্টোবরঃ সৌরভ গাঙ্গুলি বাঙ্গালির আবেগ। সেই আবেগ নিয়ে প্রকাশ্য রাজনীতি কখনোই নয়। রাজ্যের বিরোধী দলনেতা যখন সৌরভ নিয়ে তাঁর মত জানাচ্ছেন, ঠিক তখনই বিসিসিআই প্রাক্তন প্রেসিডেন্ট শূন্য থেকে শুরুর কথা ভাবছেন। কিন্তু ঠিক কিসের ইঙ্গিত দিলেন সৌরভ?

সবাই শেষটাই দেখে। কিন্তু বোঝার চেষ্টা করে না যে আমাদের সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। প্রশাসক হিসেবে হয়তো আমার এখানেই ইতি। এখন হয়তো আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও শূন্য থেকে শুরু করতে হবে। গত তিন বছরে বিসিসিআই সভাপতি হিসেবে সফলতার সঙ্গে এই পদ সামলানোর পর সৌরভের বক্তব্য স্পষ্ট। সৌরভ জানান, সারা জীবন ধরে কেউ প্রশাসক থাকতে পারে না।কিন্তু বড় কোন লক্ষে পৌঁছতে শূন্য থেকেই শুরু করতে হয়। একথা বলতে গিয়ে নরেন্দ্র মোদীর উদাহরণ টেনেছেন সৌরভ। এমনকি তিনি এও বলেন, লম্বা যাত্রায় সফল হতে গেলে ছোট ছোট পদক্ষেপ করে এগিয়ে যেতে হয়। তাই অনেকেই মনে করছেন, আগামীদিনে ফের হয়ত তাঁকে অন্য কোন ভূমিকায় দেখা যেতে পারে,রাজনীতিতে সৌরভ গাঙ্গুলী দীর্ঘদিন চর্চায় আছেন। এখন দেখার এটাই, আগামি দিনে এবার নতুন কি বার্তা দেন সৌরভ তাঁর সমর্থকদের জন্য।