অবতক খবর,৯ মার্চ : আগামীকাল শুক্রবার থেকে পরের বুধবার— টানা ছ’দিন শিয়ালদহ ডিভিশনে মোট ৩১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। এই সময় নৈহাটি-কল্যাণী সেকশনে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থায় থার্ড লাইন চালুর জন্য কিছু জরুরি কাজ করা হবে। সেকারণে আগামীকাল থেকে রানাঘাট সেকশনে ট্রেন পরিষেবা ব্যাহত হবে।

শুক্রবার সংশ্লিষ্ট লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৪৬টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি চারটি দূরপাল্লার ট্রেন চলবে না। শনিবার থেকে বুধবার পর্যন্ত ওই লাইনে আপ-ডাউনে লোকাল ও দূরপাল্লা মিলিয়ে মোট ৫৪টি করে ট্রেন বাতিল করা হয়েছে। উল্লেখযোগ্য লোকালগুলি হল শিয়ালদহ থেকে নৈহাটি, কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বর্ধমান, ব্যান্ডেল, কাটোয়া ইত্যাদি। এছাড়াও দূরপাল্লার ট্রেন শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, শিয়ালদহ-জঙ্গিপুর রোড, শিয়ালদহ-রামপুরহাট, শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জারের মতো ট্রেনগুলি বাতিল করা হয়েছে। রানাঘাট সেকশনে এই ক’দিন একাধিক ট্রেন ঘুরপথে চালানো হবে।