অবতক খবর,২৫ অক্টোবর: একে শান্তিপুরে উপনির্বাচন, তার উপর আবার দিপাবলী। আর দীপাবলি মানেই শান্তিপুর জুড়ে চলে আলোর রোশনাই এবং মা কালীর আরাধনা। বহু বহু বনেদি বাড়ির পুজো তৎসহ বহু জাগ্রত এবং প্রচুর ক্লাব পুজো ,সুবিশাল প্রতিমা এই শান্তিপুরে হয়।

যার জন্য এখানে মানুষের ঢল নামে কালী পুজো দেখতে। আর এই কালীপুজোকে কেন্দ্র করে এইবার শান্তিপুর এলাকার সমস্ত পুজো কমিটি, বারোয়ারী মন্দির এবং বনেদি বাড়ির সাথে পুলিশের এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো কিভাবে পুজো হবে,কি কি নিয়মকানুন মানতে হবে এবং পুজো কমিটিরা কি কি জানাচ্ছেন এই সমস্ত বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হল।

তাদেরকে কিছু বিধিনিষেধ বেঁধে দিল শান্তিপুর পুলিশ প্রশাসন। সেই বিধি-নিষেধকে মান্যতা দিলে তবেই মিলবে পুজোর অনুমতি। এমনটাই জানালেন রানাঘাটের এসডিপিও। আজ এই সভাতে উপস্থিত ছিলেন রানাঘাটের এসডিপিও প্রবীর মন্ডল, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং বিভিন্ন ক্লাব কর্মকর্তা, বনেদি বারির সদস্য ও বিভিন্ন উচ্চপদস্থ অধিকারিকগণ।