অবতক খবর: ফরেন্সিক বিশেষজ্ঞদের সহায়তা চেয়েছিল ইডি।সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল সংগ্রহের অনুমতি পেল ইডি । শুক্রবার বিচারকের নির্দেশ, সংশোধনাগারে ফেরত আসার তিন দিনের মধ্যে ওই নমুনা সংগ্রহ করবে ইডি।

উল্লেখ্য, স্ত্রীর মৃত্যুর কারণে সুজয় এখন প্যারোলে রয়েছেন। ইডির তরফে সংগ্রহ করা সুজয়ের মোবাইলের ভয়েস রেকর্ডিং বেআইনি বলে দাবি করেন তাঁর আইনজীবীরা।এ নিয়ে বিস্তর বাদানুবাদ হয় আদালতে।শেষ পর্যন্ত ইডির আবেদনে সম্মতি জানায় আদালত।নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু।

সূত্রে খবর, মোবাইলে আড়ি পেতে ইডি তথ্য হাতে পেয়েছে। তদন্তকারী সংস্থার আইনজীবীদের দাবি, রেকর্ডিং সম্পূর্ণ আইনি ভাবে সংগ্রহ করা হয়েছে। আদালতে ইডির দাবি, ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সুজয় তাঁর ঘনিষ্ঠ রাহুল বেরা নামে বিষ্ণুপুর থানার এক সিভিক ভলান্টিয়ারকে ফোনে নিয়োগ দুর্নীতি সম্পর্কিত সমস্ত নথি নষ্ট করার নির্দেশ দিয়েছিলেন। ওই ভয়েস কলের রেকর্ডিং তদন্তকারীদের হাতে এসেছে। সেটাই যাচাই করতে সুজয়ের ভয়েস স্যাম্পেল সংগ্রহের প্রয়োজন।