অবতক খবর,৩১ জুলাই: বর্ষার মরশুম চলছে। কয়েকদিনের ভ্যাপসা গরম কাটিয়ে দুদিন থেকে শুরু হয়েছে বৃষ্টি। কখনো ঝিরঝিরিয়ে আবার কখনো মুশলধারে বৃষ্টির ফলে গরমের হাত থেকে অনেকটাই স্বস্তিতে আম আদমি। তবে বর্ষার এই বৃষ্টিই দুরভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে কালিয়াচক-১ ব্লকের উত্তর দারিয়াপুর, খালতিপুর, শরিয়তপুর গ্রামের কয়েক হাজার মানুষের কাছে। উত্তর দরিয়াপুর থেকে খালতিপুর যাওয়ার এক মাত্র রাস্তাটি প্রায় ছয় ফুট জলের তলায় ডুবে আছে, বেহাল নিকাশি ব্যবস্থার কারণে শুধু রাস্তায় নয়, জল ঢুকে গিয়েছে আশপাশের বাড়িঘরেও। অভিযোগ, ইমামনগর গ্রামে পঞ্চায়েতের নিকাশি নালা অবৈধভাবে মাটি দিয়ে ভরাট করার ফলে জল জমে কার্যত নদীতে পরিণত হয়েছে গোটা এলাকাI স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে নিকাশী নালা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হলেও এলাকারই কয়েকজন তাতে বাধা দিচ্ছে বলে অভিযোগ।কয়েকজনের এই বিরুদ্ধাচারণের ফল ভোগ করতে হচ্ছে কয়েকটি গ্রামের বাসিন্দাদের।রাস্তায় জল জমে থাকায় স্থানীয় বাসিন্দারা চলাচল করতে সমস্যার মুখে পড়ছেন।উত্তর দরিয়া পুর ,খালতিপুর ও শরিয়তপুর গ্রামের কয়েক হাজার মানুষের তাই একটাই দাবি, ইমামনগর গ্রামে নিকাশি ব্যবস্থা পরিষ্কার করে গোটা উত্তর দারিয়াপুর সহ একাধিক গ্রামকে রক্ষা করতে হবে। এই দাবি নিয়েই শুক্রবার এলাকাবাসী আন্দোলনেও নামেন। নওদা যদুপুর অঞ্চলের প্রধান, কালিয়াচক-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়াও বিডিও এবং থানার আইসির কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।