অবতক খবর, রেজাউল করিম , মালদা :‌-   কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে সোমবার ধর্না ও পথসভা করল তৃণমূল কংগ্রেস। এদিন কালিয়াচক-‌১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জালালপুর স্ট্যান্ডে এই ধর্নায় আয়োজন করা হয়। সভাকে ঘিরে কর্মী নেতা সমর্থকদের উৎসাহ ছিল দারুণ , জানালেন আবদুল গনি। হাজির ছিলেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের কো-‌অর্ডিনেটর অম্লান ভাদুড়ি , সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, জালালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জুলফিকার আলি-‌সহ অন্যান্য নেতারা। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে প্রতারিত করলেও রাজ্য সরকারের কোনও প্রকল্প বসে নেই। ঠিক এগিয়ে চলেছে কাজ। এ প্রসঙ্গে বলতে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান বলেন,‘‌আমাদের ব্লকে নতুন করে ১৪ হাজার বাংলা আবাস যোজনার ঘর অনুমোদন হয়েছে। ২০০০ হাজার ভাতা নতুন করে অনুমোদন করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী বসে নেই। তিনি নিজের কাজ ঠিক করে চলেছেন।’

‌ এদিন কেন্ত্রীয় সরকারকে তোপ দেগে কো-‌অর্ডিনেটর অম্লান ভাদুড়ি বলেন,‘‌আমাদের দেশের যে সংবিধান তা কেন্দ্রের বিজেপি সরকার মানছে না। উল্টে বিভাজনের রাজনীতি করছেন। বিজেপি যতই চেষ্টা করুক না কেন, এ রাজ্যে তা পারবে না। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পাহারাদারের মতো দাঁড়িয়ে রয়েছেন। সর্ব ধর্ম সমন্বয়ে কাজ করে চলেছেন তিনি। শিক্ষক নেতা আবদুল লাহিল মামুন বলেন, মমতা ব্যানার্জি একজন প্রকৃত নেত্রী যিনি মানুষের কষ্ট ও বিপদের সময় প্রথম পাশে দাড়িয়ে প্রতিবাদ করেন, এদিনের প্রতিবাদ সভামঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , জেলা পরিষদ সদস্য হাজী কেতাবুদ্দিন, আরিফুর রহমান মিঞা, নিলুফার ইয়াসমিন, লুৎফুর রহমান, আব্দুল লাহিল মামুন, কুরবান সেখ, এসারুদ্দিন রুকু, সাফিউল চৌধুরী সহ প্রায় ২০জন বক্তব্য দেন। সকলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন, বিপদে পাশে দাঁড়ান ,বিভিন্ন কাজের ও উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বক্তারা এবং তাদের দাবি এই সভায় ঐক্যবদ্ধ ছবি পরিলিক্ষত হয়।