অবতক খবর,৯ ডিসেম্বরঃ কালিয়াগঞ্জের রাধিকাপুর রেলস্টেশনের পরিকাঠামো উন্নয়নের হাল হকিকত পরিদর্শন করলেন কাটিহারের ডিআরএম শুভেন্দুকুমার চৌধুরী। শুক্রবার দুপুর ২ টা নাগাদ রেলের নির্মান বিভাগের টিম সমেত রাধিকাপুরে আসেন ডিআরএম। বিএসএফের সহযোগিতায় এদিন ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে শৌচালয়, আলো এবং সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ পরিদর্শন করেন। এরপর রাধিকাপুর রেলস্টেশনে যাত্রীদের বসার জায়গা ও টিকিট কাউন্টার চত্বর পরিদর্শন করেন। এদিন রাধিকাপুর রেলস্টেশনের আগে বারসই এবং রায়গঞ্জ রেলস্টেশন পরিদর্শন করেন ডিআরএম।

রাধিকাপুর রেলস্টেশন পরিদর্শনের শেষে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাটিহারের ডিআরএম শুভেন্দুকুমার চৌধুরী জানান, পরিকাঠামো উন্নয়নের কাজকর্ম পর্যবেক্ষণ করতে এসেছেন। রাধিকাপুর সীমান্তে ভারত-বাংলাদেশ রেলপথের জিরো পয়েন্টে শৌচালয় ব্যবস্হা, আলো এবং সিসিটিভি স্থাপনের মতো পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। এই কাজকর্ম খতিয়ে দেখলেন। দেশের প্রান্তিক রেলস্টেশন রাধিকাপুরে পরিকাঠামো উন্নয়নের প্রশ্নে ডিআরএম বলেন, বর্তমান যাত্রীর নিরিখে পরিকাঠামো ঠিকঠাকই আছে। প্রয়োজন হলে আগামীদিনে রাধিকাপুর রেলস্টেশনে যাত্রী পরিকাঠামোর উন্নয়ন ঘটানো হবে।