অবতক খবর,৩১ অক্টোবর: সিউড়ি থানার পক্ষ থেকে আসন্ন কালীপুজো উপলক্ষে সিউড়ি থানা এলাকার কালীপুজো কমিটিগুলিকে নিয়ে আলোচনা হলো রবিবার। এই মিটিংয়ে উপস্থিত রয়েছেন সিউড়ি থানার পুলিশ আধিকারিকরা এবং এলাকার কালীপুজো কমিটির সদস্যরা।

এদিন আলোচনা সভায় উঠে এলো দুর্গাপুজোর পর যেভাবে করোনা পরিস্থিতি বাড়ছে তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। এই করোনা পরিস্থিতিতে কি কি নিয়মবিধি মেনে কালি পুজো করতে হবে, প্যান্ডেল কেমন হবে, মাস্ক ব্যবহার করতে হবে, পুজোয় ভিড় কমাতে হবে, বিসর্জনে ভিড় এড়াতে হবে। পুজো হোক নিয়ম ও নীতি মেনেই প্রত্যেক বক্তার মধ্য দিয়েই উঠে এলো এই করোনা পরিস্থিতে কীভাবে পুজো করতে হবে এবং সরকারি বিধি মেনে চলতে হবে।