কার্তিক ভাষাণকে কেন্দ্র করে কার্নিভালের রূপ নিলো সোনামুখীতে ।

নরেশ ভকত :: অবতক খবর :: ২২শে,নভেম্বর :: বাঁকুড়াঃ :: কালি কার্তিকের দেশ হিসেবে পরিচিত বাঁকুড়ার প্রাচীন পৌরশহর সোনামুখী । কার্তিক ভাষাণকে কেন্দ্র করে সোনামুখী শহর মেতে উঠেছে ।সোনামুখীর শহরে লাইসেন্সপ্রাপ্ত মোট ১৭ টি কার্তিক রয়েছে । প্রতিটি কার্তিক সোনামুখী চৌমাথায় হাজির হয় এবং একে একে তাদের চিত্র প্রদর্শন করে ফলে রুপ নেয় কার্নিভালের ।

সোনামুখীর কার্তিক ভাষাণের অন্যতম আকর্ষণ বাজি ফোটানো । আর এই বাজি ফাটানো কে কেন্দ্র করে রং বেরংয়ের আলোকসজ্জায় সেজে ওঠে গোটা সোনামুখী ।

সোনামুখী কার্তিক ভাষাণ দেখতে শুধুমাত্র সোনামুখী শহর নয় , আশেপাশের দশটা অঞ্চল থেকে মানুষের ভিড় থাকে উপচে পড়ার মতো । কার্তিক ভাষাণকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা সোনামুখী শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় । এছাড়াও বাড়তি নজরদারি চালানোর জন্য ড্রোনের সাহায্য নেওয়া হয় ।