কারিগরি
তমাল সাহা

ক্ষমতা পেতেই হবে আমাকে
অবশ্যই চাই আমার মসনদ
তোমরা থাকবে আমার দিকে
হবে আমার বশংবদ।

ক্ষমতায় আসার জন্যেই
আমি আজ দোরে দোরে
ঘুরে বেড়াবো নিশ্চিত হাতজোড়ে
তারপর পাবে টের হাড়ে হাড়ে।

এসব তো তুমি চুয়াত্তর বছর ধরে জানো
তবুও তোমার এত ভুল হয় কি করে
জীবন হাতের মুঠোয় করে লাইনে দাঁড়াও রোদ বৃষ্টি ঝড়ে।

তোমার জীবনের কি আছে বীমা
যখন তখন পড়তে পারে বোমা
ঘরে তো সবাই আছে
পুত্র-কন্যা হবে পিতাহারা
মা-বাপ হবে পুত্রহারা
বিধবা হবে সিঁথির সিঁদুর মুছে যাবে
উদাস চোখে তাকিয়ে থাকবে বৌমা।

শাসককে দিয়ে ভোট
জিতিয়েছ প্রাণপণ তাকে
সে এখন জেড ক্যাটাগরি নিরাপত্তায়
তুমি এখন আকাশ দেখো গরাদের ফাঁকে।

বলো তো! পৃথিবীর কোন শাসক নয়
গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী
কার হাতে লেগে নেই রক্ত।
কেউ রবীন্দ্রনাথ গালে রাখে দাড়ি
বিবেকানন্দ হয়ে মাথায় পাগড়ি
কারো মাথায় হিজাব
সঙ্গে আছে ইফতার পার্টি
কারো পায়ে চোট ও চটি
উপবেশনে হুইলচেয়ার গাড়ি
এসব ভোটের মাদারি খেল
লোকদেখানো সংবেদনশীল কারিগরি।

তুমি কি এমন বাহাদুর!
ভোট দিতে গিয়ে দেখাও বাহাদুরি।