অবতক খবর,২৮ মার্চ : রাজ্যে বিভিন্ন সরকারি ক্ষেত্রে চাকরিতে টাকা পয়সা নিয়ে নিয়োগ দুর্নীতি বেরিয়ে আসে স্কুল সার্ভিস কমিশনে। পয়সার ভিত্তিতে চাকরি দেওয়ার এবং রাজ্যে ৬০ টি পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির খবরও বেরিয়ে আসে। সেই দুর্নীতির বিরুদ্ধে কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপির পক্ষ থেকে কামারহাটি পৌরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিজেপির কর্মী সমর্থকরা বেলঘড়িয়া ফিডার রোডে বাটার মোড় থেকে মিছিল করে কামারহাটি পৌরসভার গেটের সামনে পৌঁছয়। বিজেপির কর্মী সমর্থকরা ওখানেই বসে পড়ে স্লোগান দেওয়া শুরু করে, চোর পৌরসভার কর্তৃপক্ষকে অবিলম্বে পৌরসভা পদত্যাগ করতে হবে।

একাধিক দাবি জানিয়ে স্লোগান দিয়ে পৌরসভার গেট আটকে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপির কর্মী সমর্থকরা। এছাড়াও বেশ কিছুক্ষণ ধরে সভা হয়, বিভিন্ন জেলার রাজ্যের নেতৃত্বরা বক্তব্য রাখেন। কামারহাটি পৌরসভার প্রধান গেটের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শীলভদ্র দত্ত অরিজিৎ বকশি, বিজেপির উত্তর চশমা জেলা সভাপতি মৃণাল মুখার্জি, রঘুনাথ মন্ডল, শম্পা দাস সাহা রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা। এই সভাতে দুর্নীতির কথা বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসে। কামারটি পৌরসভাতে কর্মচারী নিয়োগে দুর্নীতি কি করে হলো ? তা প্রকাশ্যে আনতে হবে পৌরসভার কর্তৃপক্ষকে, দাবি বিক্ষোভকারীদের।