দিল্লিতে চলছে কৃষক বিদ্রোহ। বিশ্বে ঐতিহাসিক হতে চলেছে এই বিদ্রোহ। তখন কবিতা কি কাব্যিক হতে পারে?

কাব্যিক
তমাল সাহা

সোজা সহজ বললে
হয় না নাকি কবিতা!
ওরা মা-কে অন্য কোন শিল্প
মাধুর্যে ডাকে জানো কি তা?

কিষানরা তো সোজাসুজিই
লড়াইয়ে গেছে।
শীতের ঠাণ্ডা কনকনে
হাতে নেই অস্ত্র বারুদ।
ব‌দ্ধা-যুবতী কিষানিরা গেছে
তাদের সাথে,লড়াইয়ের উত্তাপে।

সেখানে লেখা হচ্ছে অনন্য কবিতা।
বীরছন্দে রৌদ্র ছড়াচ্ছে
যোদ্ধা কিষান কিষানির মাথায়
আকাশ পরিব্রাজক ক্লান্তিহীন সবিতা।

জলকামান ছোড়া হয় কোন ছন্দে?
গুলি ছোড়া হয় বারুদ গন্ধে।
ব্যারিকেড তো ভাঙবেই ক্রোধান্ধে।
তুমি বলবে এ লেখা তো রাজনৈতিক!
জীবন ঢুকে গেছে লড়াই অভিযানে
কি করে বন্ধু, কবিতা হবে কাব্যিক!