কাবাডি টুর্নামেন্ট বহরমপুরে

অবতক খবর,২ জানুয়ারি: প্রাজক সংস্থার বার্ষিক জেলা কবাডি টুর্নামেন্ট ২ জানুয়ারি ২০২২ অনুষ্ঠিত হলো ওয়াই .এম.এ ময়দান এ । প্রাজক ,Terre des hommes ও Comic Relief এর উদ্যোগে ” Kabaddi For Empowerment ” তৃতীয় বর্ষে ১০ টি টিমের খেলা ও ১২০ জন মেয়ে এই খেলা তে অংশগ্রহণ করে ।

১২ থেকে ১৮ বছরের মেয়েদের নিয়ে অনুষ্ঠিত এই কবাডি খেলার মাধ্যমে সমাজ নির্মাণ এর লক্ষ্যে মেয়েদের ক্ষমতায়ন করা । নারী – পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে ও লিঙ্গবৈষম্যহীন সমাজ নির্মাণের লক্ষ্যে প্রাজক নিরন্তর প্রয়াস করে চলেছে। এছাড়া শিশু ও কিশোর – কিশোরীদের সুরক্ষার ব্যবস্থা করা ও শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষ পরিষেবা প্রদান করে থাকে ।

পুরস্কিত করে উৎসাহ প্রদানের জন্য উপস্থিত ছিলেন বহরমপুর IC রাজা সরকার ও শিশু সুরক্ষা দপ্তরের প্রশান্ত বাবু । মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট মানুষদের আগমনে টুর্নামেন্টটি ভীষন সুন্দর ভাবে অনুষ্ঠিত হয় ।