অবতক খবর, ১৪ নভেম্বর : সোমবার আন্তর্জাতিক শিশু দিবস, আর এই আন্তর্জাতিক শিশু দিবসের দিন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতাল চত্বরে উদ্বোধন করা হল মাদার টেরেজার মূর্তি এবং একটি শিশু উদ্যান কান্দি পৌরসভার পক্ষ থেকে। এদিন মাদার টেরেজার মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে মাদার টেরেজার মূর্তি ও শিশু উদ্যানের শুভ উদ্বোধন করলেন কান্দি মহকুমা শাসক নবীন কুমার চান্দ্রা, কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কান্দি মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অপূর্ব সরকার, কান্দি মহকুমা হাসপাতালের অধীক্ষক ডাক্তার প্রণব কুমার মজুমদার, কান্দি পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক, কান্দি পৌরসভার সহকারী পৌরপিতা গৌরী সিনহাবিশ্বাস, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী, কান্দি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পার্থ প্রতিম সরকার, কান্দি পৌরসভার স্বাস্থ্য পরিষদ তথা কান্দি পৌরসভার বর্ষিয়ান পৌর সদস্য দেবল দাস সহ কান্দি পৌরসভা ও কান্দি পঞ্চায়েত সমিতির বিভিন্ন জনপ্রতিনিধি ও কর্মীবৃন্দ। হাসপাতালে ভর্তি হওয়া রোগী এবং তাদের পরিজনদের কথা মাথায় রেখে এই মাদার টেরেজার মূর্তি এবং শিশু উদ্যান উদ্বোধন করা হলো বলে জানিয়েছেন কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা এবং কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কান্দি মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অপূর্ব সরকার। কান্দি মহকুমা হাসপাতাল চত্বরে মাদার টেরেজার মূর্তি এবং শিশু উদ্যান উদ্বোধন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।