অবতক খবর:: নদীয়া:: ২৫ জুন ::    ফের কানে হেডফোন লাগিয়ে রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে নদীয়ার রাণাঘাট-শিয়ালদহ শাখার শিমুরালীতে। যুবকের নাম অতনু হালদার (২৭) বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের মতে। অকুস্থল থেকে জানা যায়, যুবকের পেশা ছিল মাছ চাষ। রানাঘাট-শিয়ালদহ শাখার শিমুরালি রেল স্টেশনের উত্তর দিকে ডাউন শিয়ালদহগামী রেল ট্রাকের পাশেই জলাশয়।প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবারও গিয়েছিলেন দূপুরে খাওয়া দাওয়ার পর পুকুরে দিকে পাহারা দিতে।

ফেরার পথে রানাঘাট গামী শিমুরালী রেললাইনে গেটের কাছেই আপে রেল ট্রাকের ওপর কানে হেড ফোন লাগিয়ে গান শুনতে শুনতে ফিরছিলেন যুবক। লকডাউনের জেরে ট্রেন চলাচল বন্ধ ছিল। মাঝে মধ‍্যে রেলের কর্মীদের নিয়ে যাবার কয়েকটি গাড়ি ও মাল গাড়ি যাতায়াত করছে। গান শোনাতে এতোই বিভোর ছিলেন ট্রেনের আওয়াজ কানে পৌঁছায়নি। ছটা পনের নাগাদ রানাঘাট গামী একটি মাল গাড়ি পাশ করছিল তারই ধাক্কায় মারা গেলেন বছর সাতাশের যুবক। জানা গেছে চাঁদুড়িয়া এক নম্বর জিপির মালোপাড়া এলাকায় তার বাড়ী।পরে রানাঘাটের রেল পুলিশ ও কল‍্যানী রেল পুলিশের অফিসার এসে মৃত দেহটি সনাক্ত করে রানাঘাটে পাঠিয়ে দেন ময়না তদন্তের জন‍্য। এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক প্রতক্ষ‍্যদর্শী জানান,” গান শুনতে এতটাই বিভোর ছিল ট্রেনের শব্দ ও আমাদের চিৎকার শুনতে পায়নি। হেড ফোনই কাল হলো।”