অবতক খবর,২২ অক্টোবর: কাটোয়ার দাইহাটে বিজেপি জেলা কার্যালয়ে আজ ধুন্ধুমার। জেলা কার্যালয়ের চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করল। বিজেপি দলের একাংশ কর্মীরা মারধর করা হয় দলের পদে থাকা নেতাদের। আজই নাটোর জেলা কার্যালয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের একটি সাংগঠনিক সভা ছিল। সেই সভা শুরু হওয়ার আগেই ব্যাপক ভাঙচুর করা হয় ও মারধর করা হয় জেলা কার্যালয়ের ভেতরে। ভাঙচুর চালানো বিজেপি কর্মীদের অভিযোগ জেলা সভাপতির দায়িত্বে থাকা কৃষ্ণ ঘোষ তাঁর নেতৃত্বেই কাটোয়ায় বিজেপি হেরেছে। কৃষ্ণ ঘোষ টাকার বিনিময়ে তৃণমূল দলকে কাটোয়ায় জিতিয়েছে।

এছাড়াও দলের নেতারা দলের কর্মীদের গুরুত্ব দেয় না। সবমিলিয়ে আজকের এই ভাঙচুর দলীয় কর্মীদের বহিঃপ্রকাশ। যদিও কিছুক্ষণ পরেই দিলীপ ঘোষ ও জেলা সভাপতি সুকান্ত মজুমদার জেলা কার্যালয়ে এসে পৌঁছান। এই সময়ে বিক্ষিপ্ত বিজেপি কর্মীরা তারা জেলা কার্যালয় ভিতরেই বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়াই দিলীপ ঘোষকে বলতে শোনা যায় পুলিশ দিয়ে বার করে দেবো লাঠিচার্জ করাবো পুলিশকে দিয়ে। এই মুহূর্তে বিক্ষুব্ধ কর্মীদেরকে জেলা কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে দলীয় সাংগঠনিক বৈঠক ছাড়ছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।