সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: ১১মে ::   কাটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে কৃষি জমিতে ফসল রক্ষার দাবীতে, কৃষকসভার নেতৃত্বে বিডিও অফিসে ডেপুটেশনে যাবার পথে লকডাউনের বিধিভঙ্গের কারণে শীতলকুচি থানার পুলিশ কৃষকসভার নেতাদের গ্রেপ্তার করেন । সিপিএমের কৃষকসভার নেতা হরিশ বর্মন, গজেন বর্মন, নমোদীপ্তি অধিকারী সহ বেশ কয়েকজনকে আটক করে শীতলকুচি থানার পুলিশ।

কৃষক নেতা হরিশ বর্মনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ভারত সীমান্তে কাটাতারের বেড়ার ওপারে হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হবার পথে। এই মরশুমের বোরো চাষের ধান পেঁকে গিয়েছে, সেটা সময় মতো কাটতে না পাড়লে জমিতেই ধান নষ্ট হয়ে যাবে । এছাড়াও আসন্ন আমন চাষের বীজতলা তৈরীরও সময় এসে গেছে। এমনকি গেট বন্ধ থাকায় রবি ফসল এদেশের কৃষক ঘরে তুলতে পারছেন না।

হরিশ বর্মন বলেন, অতিদ্রুত কাটাতারের গেট খুলে কৃষকদের ফসল রক্ষা করার আর্জি নিয়ে আজ সারা ভারত কৃষকসভার নেতৃত্বে প্রায় হাজার খানেক সীমান্তবর্তী কৃষক শীতলখুচি বিডিও অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম, পুলিশ আমাদের মাঝ পথ থেকে কেনো ধরে আনলো জানিনা।
শীতলখুচী থানা সূত্রে জানা যায়, দেশে লকডাউন চলার কারণে কোনো রকম জমায়েত অথবা সভা সমাবেশ নিষিদ্ধ। লকডাউনের নিয়ম ভঙ্গ করায় শীতলখুচী থানার পুলিশ কৃষকসভার নেতৃত্বদের গ্রেপ্তার করেন।

কৃষক সভার নেতা হরিশ বর্মন জানান,তাদের দাবী সনদ বিডিও গ্রহন করেছেন। এরপর কি পদক্ষেপ নেন সেটাই দেখার। সিপিএম নেতা অনন্ত রায় শীতলকুচি পার্টি অফিসে বলেন, আজকে বিডিও অফিসে যাবার পথে যে সমস্ত কৃষক নেতাদের পুলিশ গ্রেপ্তার করেছে তাদের অতিসত্ত্বর না ছাড়লে আমরা বৃহত্তরো আন্দোলনে নামতে বাধ্য হবো।