জন প্রকল্পে দলের নেতারা শুরু করে দিয়েছে কাটমানি খাওয়া। শাসালেন তিনি— লোক দেখানো? আসুন আমরা দেখি।

কাটমানি ও কাট আউট
তমাল সাহা

শব্দটা কাটমানি
আমরা সকলেই জানি।
উনিও জানেন
মাঝে মাঝে সতর্ক করেন
আর চুপ করে থাকেন।

একে বলে সিস্টেম রাবড়ি–
নীচে গরম, ওপরে হাওয়া।
কড়াই ভর্তি দুধ,জমবে পুরু সর।
কামিয়ে যা তোরা, পূর্ণ কর ঘর।

ভাঙনের শব্দ উঠেছে রনরনি
ঘাবড়ে গেছেন উনি।
আবার শাসানি–
ক্ষমতা হবে হাতছাড়া!
দুধ কলা দিয়ে পুষছি সাপ
সব হতচ্ছাড়া!

শহর জুড়ে তার মুখ–
লম্বা লম্বা কাট আউট।
গেরুয়া বাতাসে উঠেছে ঝড়
গর্জন করে যায়,
গেট আউট! গেট আউট!