কাজ করেও বেতন পাচ্ছেন না শ্ৰমিকরা। লেবার কমিশনার কে স্মারকলিপি আইএনটিটিইউসির।

নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৯ নভেম্বর :: ইসলামপুর ::   ইসলামপুর লেবার কমিশনারের কাছে আইএনটিটিইউসির পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হলো।

চোপড়া থানা কালুগঞ্জ এলাকায় একটি সৌর বিদ্যুৎ তৈরির প্রকল্প রয়েছে। সেখানে সিকিউরিটি গার্ডের বেতন কম দেওয়ার অভিযোগ উঠে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার ইসলামপুর লেবার কমিশনারের দপ্তরেএকটি স্মারকলিপি প্রদান করা হয় অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার নওশাদ আলীকে। তিনি জানান, এর আগেও এই কমপ্লেন আমরা পেয়েছি। শুধু কম বেতনই নয়,বরং অনেককে বেতনই দেওয়া হচ্ছে না। আমরা আগামী ২৬ তারিখ ত্রিপাক্ষিক একটি বৈঠক ডেকে এর মীমাংসা করার চেষ্টা করব।

আইএনটিটিইউসি নেতা জাহিদুল রহমান বলেন, আমরা সোলার প্রজেক্ট বন্ধ করে দিতে বাধ্য হব। যদি আমাদের এই দাবি না মানা হয়।