অবতক খবর,৫ এপ্রিল: কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়ায় টিটাগড় কেলভিন জুটমিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দিলো।যতক্ষণ বাড়তি ওয়ার্ক লোড মিল কর্তৃপক্ষ না কমাবে ততক্ষণ তারা কাজে যোগ দেবেন না!! আগে ১০০ দন্ডি পাট উৎপাদন করতে হতো শ্রমিকদের। আজ থেকে তা ১২৮ দন্ডি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে শ্রমিকরা।মিল কর্তৃপক্ষ আগের মতো ১০০ দন্ডি উৎপাদন মাত্রা ধার্য না করলে কেউ মিলে যাবেন না কাজে, জানিয়ে দিল ক্ষুব্ধ শ্রমিকরা। তবে এই জন্য কাজ হারালো ৪০০০ ( চার হাজার) শ্রমিক। তবে এ ব্যাপারে মুখ খুলতে নারাজ মিল কর্তৃপক্ষ।