এই বাংলার বায়ু, বাংলার জল, বাংলার ফল। এইসব বাংলার বুদ্ধিজীবী, তুমুল কোলাহল। এরা শাসককে দেখাবে পথ? আহা! চলবে অনুপ্রেরণার রথ!

কাকাতুয়া
তমাল সাহা

বাংলার এই সমতলে
তোরা আমার পদতলে।
আমার খাবিদাবি
আমার কথায় কলকলাবি।
মুদ্রা মোহর, পদ,ভূষণ পাবি।

আ আ তু তু আ…
তোরা আসলে আমার কাকাতুয়া!
আমার শেখানো বুলি বলবি।
শোন, আমি বলবো কা কা
তোরা বলবি, ছি! ছি!

ওপর থেকে দেখবে
নজরুল-রবি
তোরা বাংলার বুদ্ধিজীবী!

প্রিয় প্রজন্ম– পুত্রকন্যা যদি বলে
তোমরা তো শাসকের দালাল
তুমি না লেখক, শিল্পী!
তার এই হাল?

তোরা বলবি,
এটা ঘোর কলিকাল
দুত্তেরি, তোর মানসম্মান?
তাঁবেদারি করাই এখন বিজ্ঞান।

বিপন্ন বিস্ময় খেলা করে
দুচোখ ভরে দেখি হে বুদ্ধিজীবী!
তোদের প্রণাম জানায়
এই হারামি অক্ষরজীবী।