অবতক খবর,৬ আগস্ট: কাকভোরে ট্যাঙ্কার বাস্ট করে কার্বন ডাই অক্সাইড লিক করে বিপত্তি বর্ধমানে। জাতীয় সড়কের পাশের পল্লীতে আতঙ্ক ছড়ালেও পুলিশ ও দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে।
এদিন ভোরে লক্ষ্ণৌ থেকে কলকাতাগামী একটি ট্যাঙ্কারের হুইল কেটে বার্স্ট করে যায়। এস আই সি জি আই এলের গাড়িটি কার্বন ডাই অক্সাইডে ভরা ছিল।সম্ভবত আগে থেকেই অল্প লিকেজ ছিল। জাতীয় সড়কের তেলিপুকুরে প্রশাসনিক ভবনের কাছে ট্যাঙ্কারটি বার্স্ট করে।গোটা এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। ছড়ায় আতঙ্ক।আশেপাশের পল্লীর মানুষ ভয়ে দূরে সরে যান।দ্রুত দমকল আর পুলিশ ঘটনাস্থলে আসে। দমকলের দুটি ইঞ্জিন গ্যাস রিলিজ করে গাড়িটিকে নিরাপদ দুরত্বে নিয়ে যায়।পুলিশও দ্রুত কাজে হাত লাগায়।শেষ পর্যন্ত বড় কোন বিপত্তি হয়নি।

এলাকার বাসিন্দা পাপন মিত্র জানান, গ্যাস ছড়িয়ে পড়ায় ভয় বেড়েছিল।প্রশাসনের উদ্যোগ তারিফ করার মত।