অবতক খবর,৩০ জুলাই: কাঁচরাপাড়া মিউনিসিপ্যাল পলিটেকনিক হাই স্কুলের ক্লাস টুয়েলভের ছাত্র কৌশিক বৈরাগী এই বছর এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে।কৌশিকের বাবা রাজমিস্ত্রির কাজ করেন। যোগাসনের প্রতি কৌশিকের আগ্রহ খুব ছেলেবেলা থেকেই। সুস্থ হেল্থ ক্লাবের কর্ণধার শ্রী সুব্রত চক্রবর্তীর উৎসাহ ও প্রশিক্ষণে সে একে একে জেলা থেকে রাজ্য সেখান থেকে জাতীয় স্তর পেরিয়ে যোগাসন ফেডারেশন কাপে প্রথম হয়। সে জানায়, প্রথমদিকে স্যার সম্পূর্ণ বিনামূল্যেই প্রশিক্ষণ দিয়েছেন। তবে বর্তমানে খুব সামান্য টাকার বিনিময়ে সে প্রশিক্ষণটি নিচ্ছে।
এ ছাড়াও এ বছর Yogasan Premier League (YPL) নামে যে নতুন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে চলেছে সেখানেও অংশগ্রহণ করছে কৌশিক। এই প্রতিযোগিতায় দেশ বিদেশ থেকে প্রায় ৩০০০০ প্রতিযোগী অংশগ্রহণ করবে।
তার এই সাফল্যে স্বভাবতই খুব খুশি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী জ্যোৎস্না সামন্ত জানান, কৌশিকের সাফল্যে আমরা খুবই গর্বিত। ওকে সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমরা প্রস্তুত।