অবতক খবর,১১ জানুয়ারি: গতকাল গভীর রাতে কাঁচরাপাড়া ৮ নম্বর ওয়ার্ড কলেজ মোড় সংলগ্ন অঞ্চলে কিছু দুষ্কৃতী তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের কিছু পতাকা ছিড়ে ফেলে। যার জেরে সকালে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে,এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে।

আজ সকালে দোকান তৃণমূলের পক্ষ থেকে বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজ কাঁচরাপাড়া ৮ ওয়ার্ড কলেজ মোড় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। এই মিছিলে মূলত বিজেপি বিরোধী স্লোগান তোলে তৃণমূল।