অবতক খবর,১১ জুন: করোনার আবহে রোগ যখন দেশে ভয়াবহতার মধ্যে আছে, তখন মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কাঁচরাপাড়া ৮ নং ওয়ার্ডের মানুষদের মধ্যে আজ রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক বা ইমিউনিটি বুস্টার হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক এলবা-৩০ সকল মানুষদের দেওয়া হলো। সেই সময় উপস্থিত ছিলেন ছিলেন যুবনেতা কমল অধিকারী,

শহর তৃণমূল যুব সভাপতি সুজিত দাস, তৃণমূল নেতা দিলীপ ঘোষ। ৮ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি সলিল চক্রবর্তী জানিয়েছেন, “আমাদের দলের কর্মীরা লক ডাউনের সময় থেকে এলাকার মানুষের পাশে আছে। আম্ফান ঝড়ের সময় আমরা সবার পাশে ছিলাম।আজ আমাদের নেত্রী মমতা ব্যানার্জীর সেবার পথকে অনুসরণ করে আজ থেকে ৮ নং ওয়ার্ডের সকল মানুষদের জন্য রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর ঔষুধ আর্সেনিক এলবা-৩০ দেওয়া হলো।” এছাড়াও সেইসময় উপস্থিত ছিলেন ওয়ার্ডের অন্যান্য নেতৃত্ব রঞ্জন দাস,সন্তোষ মাহাতো,সাধন দাস,বিশু দাস,অমিত বোস,সায়ান মিত্র,সানি ঘোষ। তাদের এই স্বভাবতই খুশি
এলাকার মানুষ জন।