অবতক খবর,২৮ জানুয়ারি: দিনের আলোয় কাঁচরাপাড়া ৭ নং ওয়ার্ডে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি,আহত ২। ঘটনার প্রথম রিপোর্টে এমনই জানা গিয়েছিল। তবে বেরিয়ে এলো সত্য ঘটনা।

জানা গিয়েছিল,আজ দুপুর ১২টা নাগাদ কাঁচরাপাড়া ৭ নং ওয়ার্ডের সুবোধ রায় সরণি এলাকায় তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা ৩-৪টে বোমা ছোড়ে। ওই বাড়িটিতে ভাঙ্গারের ব্যবসা রয়েছে। সেই সময় ওই বাড়ির বাইরে দুজন ভাঙ্গার বিক্রেতা ছিলেন । এই বোমাবাজি ঘটনায় ওই দুজন আহত হন। তাদের দুজনেরই বাড়ি চাকদায় । আহত অবস্থায় কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকল বাহিনী।

অন্যদিকে হাসপাতালে আহত এর সঙ্গে কথা বললে, তিনি চঞ্চল্যকর দাবি করলেন। তিনি বললেন ওই দোকান বাড়িতে আগে থেকেই বোমা মজুত ছিল। আমরা মালপত্র নাড়াচাড়া করতেই বোমা ফেটে যায়।

এখন প্রশ্ন,কে রেখেছিল বোমা? কেন এই ঘটনা? তবে বাড়ির লোক যা বলছে তা কি সম্পূর্ণ ভিত্তিহীন?
প্রশ্ন উঠছে। তদন্ত শুরু করেছে পুলিশ।