অবতক খবর,১ ফেব্রুয়ারিঃ ৬ নং ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে এনআরসি,এনপিআর ও সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হল। এর নেতৃত্বে ছিলেন ব্রতীন রায় ও জিকো চক্রবর্তী। এদিনের রক্তদান শিবিরে ৫০ জন রক্ত দান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ পৌরপ্রধান মাখন সিনহা, তৃণমূল নেত্রী আলোরানি সরকার, বরিষ্ঠ নেতা কানুলাল সরকার, বিজপুর যুব সভাপতি সুজিত দাসএবং অন্যানৃপার্ষদরা।

এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রনেতা আবির সান্যাল,অরুণ সাহা, সৈকত মন্ডল, সুমিত রায়। রক্তদান উৎসবকে কেন্দ্র করে বক্তব্য রাখেন আলোরানি সরকার। তিনি বলেন, রক্তদান মহৎ দান। এই শিবিরতৃণমূল কংগ্রেসের যুবরা আয়োজন করেছে। এটা মহতী অনুষ্ঠান। তার সঙ্গে মানুষকে সচেতন করার জন্য তারাএনআরসি,এনপিআর এবং সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।

এটি একটি উল্লেখযোগ্য বিষয়। বক্তব্য রাখেন উপ পৌরপ্রধান মাখন সিনহা। তিনি বলেন, যুব কর্মীদের আমি স্যালুট এই উদ্যোগোর জন্য। অন্যান্য বক্তারা তৃণমূল যুব কংগ্রেসের এই আয়োজনকে সাধুবাদ জানান। কর্মীরা যেন জনকল্যাণে প্রতিনিয়ত সচেষ্ট থাকেন সেই জন্য তাদের কাছে আবেদন রাখেন।