অবতক খবর,২২ মার্চঃ পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদহ নর্থ ডিভিশনের একাধিক রেলস্টেশনে নেমেছে রেল কর্তৃপক্ষ। কোথাও বিনা নোটিশে আবার কোথাও আগাম নোটিশ দিয়ে উচ্ছেদ অভিযানে নামছে রেল প্রশাসন। আজ সকালে কাঁচরাপাড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমবাগান কুলিয়ারোড এলাকায় একটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় উচ্ছেদ করতে যায় রেল প্রশাসন। আচমকা দলীয় কার্যালয়ে উচ্ছেদের খবর এলাকায় চাউর হতেই বিক্ষোভ নেমে পড়েন শাসক দলের দলীয় কর্মী সমর্থকরা।

স্থানীয় তৃণমূল নেতা তথা সমাজসেবী রামাশঙ্কর গিরি বলেন, রেল প্রশাসন কোন নোটিশ ছাড়াই বারবার এই পার্টি অফিসটি উচ্ছেদ করতে আসছে। যাকে ঘিরে আজ এলাকায় জনরোষ তৈরি হয়েছে। ওনারা আমাদের সাথে কোন কথাই বলতে চাইছেন না। যদিও দলীয় কার্যালয়ের বৈধ নথি রয়েছে তাদের কাছে এমনটাই দাবি তৃণমূল নেতার। তাদের দাবি তাদের সাথে আলোচনা করেই রেল প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক। যদিও কার্যালয়ের নথি দেখার পর আপাতত পিছু হটেছে রেল কর্তৃপক্ষ। গোটা বিষয়টি স্থানীয় বিধায়ক ও চেয়ারম্যানকে জানিয়েছেন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা।