অবতক খবর,২৪ ডিসেম্বর: আজ সকাল থেকেই দেখা গেল কাঁচরাপাড়া এক নম্বর ওয়ার্ড রেল অঞ্চলে , 1, 2, 3, 4, এভিনিউ জুড়ে জল সংকট। গোটা এলাকা জুড়ে জল সরবরাহ বন্ধ রয়েছে সকাল থেকে। যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সবথেকে বেশি সমস্যা দেখা দিয়েছে পানীয় জলের। ওই অঞ্চলের বাসিন্দাদের পান করার মতো জল টুকু নেই।

এ ব্যাপারে ওয়ার্ড কো-অর্ডিনেটর ঝুম্পা সিং অধিকারীর সঙ্গে কথা বললে তিনি বলেন, জলের একটি পাইপ ফেটে যাওয়ার কারণে এই জল সংকট দেখা দিয়েছে। তবে যুদ্ধকালীন তৎপরতায় সেটি মেরামত চলছে। আশা করা যায় সন্ধ্যার মধ্যেই পাইপ টি মেরামত হয়ে জল সরবরাহ স্বাভাবিক হবে। তবে মানুষের যাতে অসুবিধা না হয় তাই জন্য পৌরসভা থেকে জলের ট্যাঙ্কার পাঠানো হয়েছে। সকাল থেকে মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন তার জন্য আমরা দুঃখিত। ‌ তবে এরকম বিপদ তো আর বলে কয়ে আসে না। সুতরাং সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।