অবতক খবর,১৪ ফেব্রুয়ারিঃ কাঁচরাপাড়া ১৯ নং ওয়ার্ড,যেখানে রেলের একটি বড় পুকুর অবহেলায় পড়ে রয়েছে। পুকুরটি জঙ্গলে ভরে গেছে। এই পুকুর নিয়ে মাথাব্যথা নেই কারোর। ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জনক সিং-এর বাড়ির ঠিক পেছনে এই পুকুর। এলাকাবাসীরা বারবার আবেদন করে আসছেন যে,এই পুকুরটি যাতে কোনভাবে কাজে লাগানো যায়। কারণ এই অঞ্চলেল মানুষের সামাজিক কাজের জন্য কোন জায়গা নেই।

নির্বাচনের আগে যখন এই পুকুরের কথা জনপ্রতিনিধিদের জানানো হয় তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে,এই পুকুরের সদগতি হবে। কেউ বলেছিলেন এই পুকরটিকে মাঠে পরিণত করে দেওয়া হবে। আবার কেউ বলেছিলেন এটি পার্ক হবে।

কিন্তু শেষমেশ আর কিছুই হলো না। কেন জনপ্রতিনিধিরা এই পার্কটি নিয়ে কোন চিন্তাভাবনা করছেন না,সেটা এলাকাবাসীরাও বলতে পারছেন না। কিছুদিন আগে এই অঞ্চলে দলীয় পিকনিক হলো। বহু মানুষ সেখানে খাওয়া দাওয়া করলেন। এত অর্থ ব্যয় হলো। কিন্তু কেউই আর পুকুর পরিষ্কারের কথা চিন্তাভাবনা করল না।

এলাকাবাসীরা নগর প্রশাসন এবং বিধায়কের কাছে অনুরোধ জানিয়েছেন যে, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা যেন তারা রাখেন।

এলাকাবাসীদের অনুরোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই প্রতিবেদন।

উল্লেখ্য,পুকুরটি অবহেলায় পড়ে থাকতে থাকতে ধীরে ধীরে এটিও ভরাট এবং দখলদারির দিকে চলে যাচ্ছে।