অবতক খবর,সম্পা দাম পাল,২১শে নভেম্বর: আজ কাঁচরাপাড়া ১৮ নম্বর ওয়ার্ডের নবজ্যোতি সংঘের উদ্যোগে থানার মোড় সংলগ্ন মাঠে আয়োজিত হল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের নেতৃত্ব দেন সমীর দত্ত(পুচন)। এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জন সহৃদয় ব্যক্তি তাদের অমূল্য রক্ত দান করেছেন। এছাড়াও সেখানে ব্যবস্থা করা হয়েছিল ওজন পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার। বহু মানুষ এখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতা নির্মল ঘোষ,জেলা সাধারণ সম্পাদক ও অবজারভার সুবোধ অধিকারী,কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান সুদামা রায়, উপ পৌরপ্রধান মাখন সিনহা, নেত্রী আলোরানি সরকার, সোনালী সিংহ রায়, খোকন তালুকদার, কাউন্সিলর সুজিত দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ প্রসঙ্গে সমীর দাস জানান,’রক্তদান মহৎ দান। রক্ত কোন কলকারখানায় তৈরি হয় না। রক্ত পাওয়ার একমাত্র উপায় মানুষ। আর এই মানুষই যদি এই মহৎ কার্যে এগিয়ে না আসেন তবে বিপন্ন হয়ে পড়বে মুমূর্ষু রোগীদের প্রাণ। আমরা রক্ত সংকটের সময় এই রক্তদান শিবির আয়োজন করে কিছু রক্ত সংগ্রহ করার চেষ্টা করছি। যাতে প্রয়োজনানুসারে মানুষের প্রাণ বাঁচানো যেতে পারে। যেসকল স্বহৃদয় ব্যক্তি আমাদের এখানে রক্ত দান করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। প্রতিবছরই আমি চেষ্টা করি রক্তদান শিবির আয়োজন করার। যাতে কিছুটা হলেও রক্তের চাহিদা মেটানো যেতে পারে।’