অবতক খবর,৬ জুলাইঃ কাঁচরাপাড়া সরগম ক্লাবের মাঠ যা কবরস্থান ময়দান নামে সুপরিচিত,সেই জায়গাটি নিয়ে দীর্ঘ বছর ধরে একটা সমস্যা রয়েছে,যা আজও সমাধান হয়নি। মূলত ওই জমি নিয়েই সমস্যা। সেখানে কতটুকু জমি রয়েছে এবং কার জমি কতটা, এই নিয়ে দীর্ঘদিন ধরে একটা টানাপোড়েন চলছে। কিন্তু এই সমস্যার সমাধান কেউই করতে পারেনি।

আঞ্জুমান ইসলামিয়া কমিটির সদস্য শেখ আনওয়ার আলি জানালেন, প্রায় সাড়ে সাত বিঘা জমি এখানে রয়েছে। যার মধ্যে আমাদের জমি হিসেবে দেখানো হচ্ছে দু বিঘা কয়েক ছটাক। আর বাকি পৌরসভার।

আজ কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী,বীজপুর থানার বড়বাবু জয়প্রকাশ পান্ডে,এসিপি-১ সহ বিশাল পুলিশ বাহিনী এবং আঞ্জুমান ইসলামিয়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে।

আজ তারা সেখানে উপস্থিত হয়েছেন জমির মাপজোকের জন্য। কারণ কিছুদিন আগেও এই জমি নিয়ে একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছিল। তাই আজ বিএলআরও অফিস থেকে আধিকারিকরা এসে মাপজোক করেন। পুরো জমি আজ মেপে দেখা হয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান কমল অধিকারী কোন মন্তব্য করতে চাননি। তবে শেখ আনোয়ার বাবু জানান যে,জমি ফিরে পাওয়ার এটা সবে প্রথম ধাপ, এখনো আরো অনেক ধাপ বাকি।