অবতক খবর,১৮ আগস্টঃ কাঁচরাপাড়া শহর যে এখন কি অবস্থায় রয়েছে তা এই শহরের সাধারণ মানুষ প্রত্যেকেই বাড়ছে। উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে অটো টোটোর দৌরাত্ম্য। বিশেষ করে অটো। অটো চালকরা যেভাবে অটো চালাচ্ছেন তাতে যেকোন সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।

আজ কাঁচরাপাড়া ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রিঙ্কু সিংহ রায়ের শ্যালক সঞ্জীব বারুই(৪৭) যখন রাস্তায় হাট ছিলেন তখনই পেছন দিয়ে একটি দ্রুতগতির অটো এসে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই আহত হন তিনি। তিনি হাতে চোট পেয়েছেন।

এ প্রসঙ্গে অভিযোগ করে তিনি বলেন,”দিন দিন অটোর দৌড়াত্ম্য এই শহরে বৃদ্ধি পাচ্ছে। অটো চালকরা যেভাবে দ্রুতগতিতে অটো চালাচ্ছেন তাতে প্রশাসন যদি এদিকে নজর না দেন তবে যে কোন মুহূর্তে ঘটে যাবে বড়সড় দুর্ঘটনা। আজ আমার সাথে যে দুর্ঘটনা ঘটেছে তা অল্পের উপর এবং আমি বড়সড় আঘাতের হাত থেকে রক্ষা পেয়েছি। কিন্তু সব সময় এমনটা নাও হতে পারে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি এই বিষয়টিতে একটু নজর দেওয়ার জন্য।”