অবতক খবর,২৮শে নভেম্বর: কাঁচরাপাড়া মন্ডলকে দুই ভাগে ভাগ করা হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে। একটি ১-১২ নং ওয়ার্ড নিয়ে গঠিত কাঁচরাপাড়া মন্ডল-১। এই ওয়ার্ডগুলির তদারকি করার জন্য মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন তাপস ঘোষ। ‌অন্যদিকে সুশান্ত বালা নির্বাচিত হয়েছেন কাঁচরাপাড়া মন্ডল-২ সভাপতি হিসেবে। ১৩-২৪ নং ওয়ার্ড পর্যন্ত তিনি পরিচালনা করবেন এবং সংগঠন গড়ে তুলবেন।

ইতিমধ্যে এই দুই সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে অঞ্চলে বিজেপি দলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এক গোষ্ঠী মনে করছেন যে তাপস ঘোষকে সভাপতি পদ দেওয়া যথাযথ হয়নি। কারণ তিনি বিভিন্ন কেসে অভিযুক্ত। আর অভিযুক্ত প্রার্থীকে সভাপতি নির্বাচিত করায় অঞ্চলে একটি খারাপ প্রভাব পড়বে বলে তাদের ধারণা।

এ বিষয়ে মন্ডল সাধারণ সম্পাদক সোনু সিং তার মতামত জানিয়ে দেন। তিনি বলেন, এই অঞ্চলে এমন একটি অবস্থা যে অনেক বিজেপি কর্মী শেষ পর্যন্ত তৃণমূল দলে যোগ দিতে বাধ্য হবেন। দলীয় নেতৃত্বের এসব দিকে নজর দেওয়া উচিত ছিল। যদি উপযুক্ত সভাপতি নির্বাচিত না হয় তাহলে এখানে সংগঠন পরিচালনা করা এবং তার প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।