অবতক খবর,৫ ফেব্রুয়ারিঃ বীজপুর থানার বড়সড় সাফল্য। ১২ ঘন্টা কাটতে না কাটতেই ফোর্থ এভিনিউ থেকে উদ্ধার মহিলার খুনের কিনারা করল পুলিশ। মৃত মহিলার নাম বাসন্তী ভট্টাচার্য্য (৪৭)। তিনি থাকতেন দাসনগর,ছোট মাঠ হাওড়াতে। অপরদিকে ওই মহিলাকে যে যুবক খুন করেছে তার নাম জয়প্রকাশ রাম। বাড়ি শিবান,বিহার।

অভিযুক্ত জয়প্রকাশ কাঁচরাপাড়া পুরানা ব্লকের নিজের দিদির বাড়িতে থাকতো।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ত্রিকোণ প্রেমের ঘটনা। অভিযুক্ত জয়প্রকাশ বারুইপুরে কাজ করতো।
অভিযুক্ত জয় প্রকাশকে ৪ঠা ফেব্রুয়ারি ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে তার বিরুদ্ধে ৩০২ এবং ২০১ ধারায় মামলা রুজু করা হয় এবং ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়।

অন্যদিকে ৫ ফেব্রুয়ারি অর্থাৎ আজ অভিযুক্ত জয়প্রকাশকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনঃনির্মাণ করল বীজপুর থানার পুলিশ। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ যে স্থল থেকে বাসন্তী দেবের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে নিয়ে যাওয়া হয় জয়প্রকাশকে। গোটা খুনের ঘটনার পুনর্নির্মাণ করে যাবতীয় তথ্য রেকর্ড করে বীজপুর থানার পুলিশ।

পাশাপাশি এইভাবে ১২ ঘণ্টার মধ্যে বীজপুর পুলিশ যে বাসন্তী দেবীর খুনের কিনারা করেছে, তাতে খুশি বাসন্তী দেবীর পরিবার।

অন্যদিকে এই গোটা ঘটনা চাক্ষুষ করেছিলেন তিনজন। তদন্তে চিহ্নিত করা গেছে ওই তিনজনকে। পুলিশ ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।