অবতক খবর,২১ মার্চ: আজ কাঁচরাপাড়া পৌরসভা বিকেল চারটে নাগাদ জনতা কার্ফুর সমর্থনে প্রচারে নামে। প্রচারে বলা হয় যে, করোনা ক্রমাগত বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারী ঘোষণা করেছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আগামীকাল জনতা কার্ফু জারি করেছেন। ফলত তাঁকে মান্যতা দিয়ে কাঁচরাপাড়ার সমস্ত দোকানপাট হাটবাজার বন্ধ রাখতে হবে।

এই প্রসঙ্গে কাঁচরাপাড়া পৌরপ্রধান সুদামা রায়ের সঙ্গে কথা বললে তিনি জানান,এটা দেশ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রীর আহ্বান। এই নির্দেশিকা পালন করতেই হবে। তাঁকে বলা হয় যে, অনেক তৃণমূল নেতা এবং কর্মীরা বলছেন যে, কালকে বন্ধের ব্যাপারে কোনো স্পষ্ট বার্তা আসেনি। সুতরাং বন্ধ থাকবে কিনা আমরা বলতে পারছিনা। তাঁকে এও বলা হয় যে, কিছু কিছু উচ্চ স্তরের তৃণমূল কর্মীর সঙ্গে কথা বললে তারা জানান, বিজেপি যদি হাট বাজার বন্ধ করে তবে আমরা খোলা রাখব। কিন্তু সুদামা রায় এর প্রতিবাদ করে বলেন,না এটা দেশের প্রধানমন্ত্রীর নির্দেশ। এটি পালন করতেই হবে। আগামীকাল সমস্ত কিছুই বন্ধ থাকবে। আমি নিজেও আগামীকাল বাড়িতে থাকব।সকলের কাছে আমিও বিনীতভাবে আবেদন এবং অনুরোধ রাখছি, আগামীকাল জনতা কার্ফু পালন করুন, বাইরে বেরোবেন না।