অবতক খবর,২৮ জুনঃ কাঁচরাপাড়া পৌরসভার সিকিউরিটি গার্ড ছিলেন একজন এক্স সার্ভিসম্যান। তিনি তিন বছর ধরে পৌরসভায় কাজ করছিলেন। মজদুরের পোস্টে নিয়মিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে তাঁর শারীরিক গঠন এবং তিনি এক্স সার্ভিসম্যান এই যোগ্যতা বিচার করে তাকে পৌর সিকিউরিটি গার্ডের দায়িত্ব দেওয়া হয়। তার জন্য এক থেকে দেড় লক্ষ টাকা ব্যয় করে রিভলবারের লাইসেন্সও করে দেওয়া হয়, এমনই সূত্রের খবর।

অন্যদিকে তিনি প্রাক্তন পৌর প্রধান সুদামা রায়ের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে থাকেন। এরপর নতুন বোর্ড এলে তাকে অন্য এক স্থলে সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়। সেটি পৌরসভার বাইরে। ‌বর্তমান পৌর প্রধানের সিকিউরিটি গার্ড রয়েছে। তাই এই সিকিউরিটি গার্ড কি কাজ করবে,এইসব ভেবেচিন্তে পৌরসভারই এক চেয়ারম্যান ইন কাউন্সিলের বাড়িতে তাকে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে হচ্ছে।

এ নিয়ে অঞ্চলে প্রশ্ন উঠেছে। কোনো পৌর সিকিউরিটি গার্ড কি কোন কাউন্সিলরের বাড়ি পাহারা দিতে পারেন? এমন নিয়মনীতি কি আছে???