অবতক খবর,১৮ সেপ্টেম্বরঃ কাঁচরাপাড়ায় মানুষ যে যার ইচ্ছামতো যা খুশি করছে। কেউ ফুটপথ দখল করে নিচ্ছে, আবার কেউ পিডব্লিউডি’র জায়গা দখল করে দোকান করে নিচ্ছে।

কাঁচরাপাড়া থানার মোড় সংলগ্ন ইউকো ব্যাংকের এটিএমের পাশেই আগুন ধরিয়ে চলছে বিরিয়ানি তৈরি এবং বিক্রি।

কিন্তু এইভাবে আগুন জ্বালিয়ে একটি ব্যস্ততম মূল সড়কের পাশে কি ব্যবসা করা যায়? এরফলে যদি কোন অঘটন ঘটে তবে তার দায় কে নেবে? একই তো বেআইনিভাবে দখল করা জায়গা তার ওপর এইভাবে আগুন ধরিয়ে রান্না,এর অনুমতি দিল কে? এত সাহস তারা কোথা থেকে পেলো?

পথচারী এবং আশেপাশের ব্যবসায়ীদের যদি কোন অসুবিধা হয় তবে তা দেখবে কে? এই যে একটা দখলদারি চলছে, সেই দিকে নজর দেবে কে? আশেপাশের মানুষ কার কাছে অভিযোগ জানাবে, তা কেউই বুঝতে পারছে না। ‌

আর এইভাবে কোন ট্রেড লাইসেন্স ছাড়া, অগ্নি নির্বাপক যন্ত্র ছাড়া, অগ্নি নির্বাপক সংস্থার অনুমতি ছাড়া কিভাবে এবং কোন সাহসে তারা এই ব্যবসা সেখানে শুরু করেছে তা সত্যিই রহস্যময়।

আরো উল্লেখ্য,আশেপাশে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও অভিযোগ করছেন যে,কাঠের আগুনে প্রচুর ধোঁয়া হচ্ছে। এ প্রসঙ্গে ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলা হলে তারা বলেন, বিষয়টি আমরা কিছুই জানি না।পৌরসভা এই বিষয়টিতে নজর দিক এবং পদক্ষেপ নিক।

অন্যদিকে এই বিরিয়ানির দোকানের মালিক । কোন কিছুর পরোয়া না করেই তিনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন।