অবতক খবর  : আগামী বিধানসভাকে সামনে রেখে তৃণমূল দল এখন থেকেই সক্রিয় হয়ে উঠলো ।সর্বোচ্চ স্তরের নেতৃত্বের নির্দেশে ১৭ই ফেব্রুয়ারি থেকে বুথকমিটি গঠনের লক্ষ্যে সর্বস্তরের কর্মীদের আলোচনাসভার আয়োজন করা হয়েছে ।এই আলোচনার আহ্বায়ক তৃণমূল সভাপতি খোকন তালুকদার ও যুব সভাপতি সুজিত দাস।

কাঁচরাপাড়ার বিভন্ন স্কুল ও ইনস্টিটিউটে বুথকমিটির ২৪টি ওয়ার্ডের জন্য ২৪টি আলোচনা অনুষ্ঠিত হবে । সূত্রে জানা গেছে ওয়ার্ডে বুথ কমিটির আলোচনায় একজন করে নেতৃত্ব ঠিক করে দেওয়া হবে, তার নির্দেশেই বুথ কমিটি ও ওয়ার্ড পরিচালিত হবে।অন্য কোনো ওয়ার্ডের কেউ এসে তাতে নাক গলাতে পারবে না। এমনই সঠিক সক্রিয় নেতৃত্বের দ্বারা তৈরী হবে এই কমিটি, যারা আলোচনা করে সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেবে।

আরো জানা গেছে এইবার বুথ কমিটি নির্বাচনের ক্ষেত্রে তরুণ শিক্ষিতদের প্রাধান্য দেওয়া হবে। প্রতিটি বুথ কমিটির আলোচনায় উপস্থিত থাকবেন বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকারী ও পৌর প্রধান সুদামা রায়।সমস্ত বিষয়টি তদারকির দায়িত্বে আছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকারী ।

ফলত অনেক স্বঘোষিত নেতা কর্মী মাতব্বরি করতে পারবেন না, এই নিয়ে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।